খেলাধূলা ডেস্ক:
ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা শেষ করে জয়িতা নীড় হাসপাতালের পরিচালক হয়েছেন মিজানুর রহমান। রোগীর অবস্থা বা হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে নেই কোনো ধারণা।
এমন অব্যবস্থাপনা ও অবহেলায় শনিবার (১৭ জুন) রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে।
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত জয়িতা নীড় মেডিকেল সেন্টারে দেয়া হয় দেয়া হয় মানসিক রোগের চিকিৎসা। তবে হাসপাতালটিতে এ ধরনের কোনো ব্যবস্থাপনাই নেই। মানসিক হাসপাতালে শারীরিক নির্যাতনই চলে এখানে।
চার মাস জয়িতায় ভর্তি থাকার পর চিকিৎসায় অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে। এ বিষয়ে সময় সংবাদ খবর সংগ্রহ করতে গেলে তেড়ে আসে হাসপাতালের পরিচালনা পর্ষদের এক সদস্য।
স্বজনদের দাবি, গত ১ সপ্তাহ ধরে রোগীকে বাসায় নিয়ে যাওয়ার কথা বললেও রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসলে রোগীর শরীরে মেলে আঘাতের চিহ্ন।
ভুক্তভোগীরা জানান, এ হাসপাতালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। যারা আছে তারা কিছুই জানে না, কিছু বলতে গেলেই করেন খারাপ আচরণ। এ ছাড়া ও ব্যবস্থাপত্রে করে রাখেন অনেক ভুল।
এ বিষয়ে সময় সংবাদ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে দিতে পারেনি কোনো সঠিক জবাব।
পরিচালক মিজানুর রহমান বলেন, এখানে শুধু মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট দেয়া হয়। খবর রাখেন না হাসপাতালের ব্যবস্থাপনার বিষয়।
৬ মাসের একটি কোর্স করেই গত ৪ বছর ধরে এ হাসপাতাল পরিচালনা করে আসছিলেন বলে জানান তিনি।