জামালউদ্দীন :
আবুল কালাম বাবলা একটি অবিস্মরণীয় নাম, এক অসাধারণ ব্যক্তি। মুসলিম সংস্কৃতি ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে সাতক্ষীরা বাসীর কাছে চিরস্মরণীয় মানুষটি। গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য অসীম মমতাবোধ সাতক্ষীরার মানুষকে অনুপ্রাণিত করেছে। সাতক্ষীরার উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আবুল কালাম বাবলা হাজার হাজার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আজ দেশের ক্রান্তিলগ্নে করোনা মহামারীতে খেটে খাওয়া দিন মজুর অসহায় মানুষগুলো কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছে।
নিরবে গোপনে প্রকাশে এ মানুষটি দানশীলতায় দানবীর উপাধীতে ভূষিত হয়েছে। সাতক্ষীরা তুফান কোম্পানী লিমিটেডের স্বত্তধিকারী মানুষটি। সামাজিক ব্যক্তিত্ব ও অরাজনৈতিক মননশীলতায় সকলের কাছে গ্রহণযোগ্য। সরকারের প্রত্যেকটি কর্মকান্ডে মানুষটিকে দেখা যায়। তিনি সাতক্ষীরা জেলা কমিউনিটিং পুলিশের সভাপতি। সেকারণে সাতক্ষীরা পুলিশের বর্তমান করোনা মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে থাকার অন্যতম অনুপ্রেরণা মহান এ মানুষটি।
ইতিমধ্যে সামাজিক সুরক্ষায় আপদকালীন বিপদগ্রস্ত মানুষের পাশে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ৯৫টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিভিন্ন জিনিস প্রদান করেছে। এছাড়া প্রতিদিনই সাতক্ষীরার কামালনগর, সুলতানপুর, মুনজিতপুর, পলাশপোল, বাকাল, চেকপোস্ট, আলীপুর, মায়ের মন্দির সহ বিভিন্ন এলাকায় মানুষটির পক্ষ থেকে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অনন্যতা স্থাপন করেছে। মানুষটি সবসময় সমাজের ভালো কাজের অনুপ্রেরণায় আর্থিক সহায়তা দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরার একাধিক খেটে খাওয়া দিন মজুর এ প্রতিবেদককে জানিয়েছেন, করোনা ভাইরাসের মহামারীতে সবাই যখন গৃহবন্দী তখন মানুষটির অনুদান সব শ্রেণী পেশার মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। শুধুমাত্র মেহনতী মানুষের জন্য নয়। সমাজের মধ্যবিত্ত, নিন্মমধ্যবিত্ত অনেকেই এ দূর্যোগে তুফান কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে মানবিক সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন। বর্তমান প্রতিদিনই সাতক্ষীরা শহরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মানুষটির তুফান কোম্পানী লিমিটেডের প্রধান অফিস মানুষের সেবায় সবসময় খোলা রয়েছে।
মানবিক গুণাবলী এ মহান মানুষটির নিকট কেউ কিছু চেয়ে কখনো খালিহাতে ফিরে আসেনি। এমন দানবীর মানুষ সাতক্ষীরাবাসীর হৃদয়ে জাগ্রত থাক এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। এ বিষয়ে তুফান কোম্পানী লিমিটেডের স্বাত্তধীকারী ডাঃ আবুল কালাম বাবলা এ প্রতিবেদককে জানান, ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের এ দূর্যোগ মুহুর্তে মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব। এটা প্রচারের কিছু নেই।