হোম অন্যান্যসারাদেশ মানবিক আবেদন এক বিতার্কিক শিক্ষকের!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

রাকিবুল হান্নান মিজান। যার পরিচয় একজন বিতার্কিক হিসেবে। দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন কোমলমতি শিশু- কিশোরদের নিয়ে বিতর্ক কর্মকান্ডে। কুলিয়ারচরের আগরপুরে যার বাড়ি। সমাজের বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসার পাশাপাশি সু- দৃষ্টি কামনা করছেন প্রশাসনের। এ নিয়ে তার লেখা খোলাচিঠি তুলে ধরা হল। “আমি বাঁচতে চাই। গত ডিসেম্বের শেষ দিকে চরম অসুস্থতা নিয়ে শূন্য হাতে বন্ধুদের সহয়যোগিতায় হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আপনাদের দোয়া ও সহযোগীতায় চিকিৎসা হয়েছিল। ৫ জানুয়ারি হাসাপাতাল থেকে ছুটি নিয়ে ইনসুলিন পকেটে করে নিয়ে আবার বিতর্কের জন্য নেমে পড়েছিলাম। গত কয়েকদিন যাবত আবার চলতে পরছিনা। রুমে থাকতে হচ্ছে। অনলাইনে কিছু কাজও করছি, ডাক্তারের কাছেও যেতে হচ্ছে। আজও ডাক্তারের কাছে গিয়েছিলাম। শরীরটা উন্নতির দিকে যাচ্ছেই না -হাটলেই পড়ে যাওয়ার উপক্রম হয়।

সেই ২০০৫ থেকে তথাকথিত অত্নীয় হিসেবে পরিচিতজনের কুট পরিকল্পনায় বিচলিত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল। এরপর থেকেই আমার জীবন এলোমেলো। চেষ্টা করছিলাম ঘুরে দাড়ানোর। হটাৎ করে ১৬ সালে আব্বাকে হারালাম। মাথায় আকাশ ভেংগে পড়লো। পুরনো শুকুনের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলো, সহ্য করতে করতে আবার হাসপাতালে যাওয়া শুরু হলো। আজও গিয়েছি। এতকিছুর পরও বিতর্ক শিল্প প্রসারের জন্য সাধ্যের সবটুকু দিয়েই সকল পরিস্তিতিতে কাজ করে যাচ্ছি। কতটুকু করতে পেরেছি – বিবেচনার ভার আপনাদের উপার। শুভাকাঙ্ক্ষী শুকুনের অত্যাচারে যেমন বিচলিত হয়ে যাই, ঠিক তেমনি পবিত্র মানুষের ভালবাসায় নতুন করে বাঁচার শক্তি পাই। আপনাদের দোয়াই বাঁচতে চাই।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন