হোম জাতীয় মানবসেবার মাধ্যমে রাজনীতিবিদ গড়ে ওঠে : রিজভী

জাতীয় ডেস্ক :

বিএনপির সিনিয়র ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানবসেবার মাধ্যমে রাজনীতিবিদ গড়ে ওঠে। যেমনটি আমাদের নেতা তারেক রহমানে গড়ে উঠেছেন এবং তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়ে উঠেছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান মানুষের সেবায় সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও ছুটে গেছেন। মানুষের মাঝে ছাগল ও হাঁস-মুরগি, হুইল চেয়ার, বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন। যেমনটি করেছিলেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বিএনপির এই নেতা বলেন, আপনারা দেখেছেন তারেক রহমানের নির্দেশনায় মহামারি করোনাকালে বিএনপির নেতাকর্মীরা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে গেছেন। সম্প্রতি ভয়াবহ বন্যার সময়ও বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। দেশনায়ক তারেক রহমানের দর্শন এটাই। তার রাজনীতি অম্লান। রাজনীতি থেকে তার নাম কখনও মুছে ফেলা যাবে না।

তিনি বলেন, নিশিরাতে ভোট হয় এই কথা প্রকাশ্যে বলেছেন জাপানের রাষ্ট্রদূত। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলে তিনি দেখা করে প্রতিবাদ জানিয়েছেন। আসলে জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তার সঙ্গে কোনো দেখা হয়নি। মানুষের যখন পতন আসে তখন প্রচণ্ড আবোল-তাবোল বলতে থাকেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, ড্যাবের ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, অ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব ও দবির উদ্দিন তুষার প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন