হোম অর্থ ও বাণিজ্য মানবতার বিপর্যয় ঠেকাতে দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

বাণিজ্য ডেস্ক :

মানবতার বিপর্যয় ঠেকাতে দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ নভেম্বর) ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২ এ ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমদানিনির্ভর উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক চাপে রেখেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় খাদ্য ও জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে হুমকিতে আছে উন্নয়নশীল বিশ্ব।

যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অর্জনগুলোও ম্লান হতে চলেছে বলেও জানান শেখ হাসিনা। এর আগে সকালে থেকে শুরু হয় তৃতীয় ওয়ার্ল্ড মার্কেটি সামিট ২০২২। দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশেসহ ১৬০টি দেশের প্রায় ১০ কোটি মানুষ ভার্চুয়ালি অংশ নেন।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, আমি জেনে আনন্দিত যে তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) ৬-৭ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, বিশ্বে কোভিড-১৯ মহামারির প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ফলে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ইডব্লিওএমএস-এর থিম- টেকসই লক্ষ্য পূরণে বিপণন পরিবর্তন-বেছে নেয়া সঠিক হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিশ্ব বিপণন সম্মেলনের সফলতা কামনা করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন