হোম এক্সক্লুসিভ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা

সংকল্প ডেস্ক :

ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, সাবেক বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ শে সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তার ৭৫ তম জন্মদিনে সংকল্প পরিবারের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা। তার যুগান্তকারী নেতৃত্বেই এগিয়ে চলুক স্বপ্নের বাংলাদেশ।

বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন তার। ছিল না জীবনের স্বাভাবিক গতিধারা। হাতের মুঠোয় জীবন বাজি রেখে পথ চলাই যার একমাত্র নিয়তি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিতে চান গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে। অনমনীয় সেই সংগ্রামী ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৭৫ বছরে পা রাখলেন। প্রতিকূল পরিস্থিতি আর রক্তরঞ্জিত পথ পাড়ি দিয়েই তিনি দেশকে প্রতিষ্ঠিত করেছেন সম্মানের কাতারে। তার টানা একযুগের নেতৃত্বে এক বিস্ময়কর উত্থান পর্বে বাংলাদেশ।

১৯৪৭-এ দেশভাগের উত্তাল সময়ে ২৮ সেপ্টেম্বর, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা, সবার আদরের হাসু।

জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত রাজনীতির সঙ্গে। পিতার সংগ্রামমুখর নেতৃত্বের প্রতিটি অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে যেন শিখেছিলেন নেতৃত্ব আর আত্মোৎসর্গের মহামন্ত্র।

১৯৭৫ এ আকস্মিক ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় তার পরিবার। স্বজনহারা শেখ হাসিনা তখন নতুন যুদ্ধের সম্মুখীন। বৈরী পৃথিবীতে ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন তিনি। বিপন্ন সেই সময়ে পিতার ঐশ্বর্যময় রাজনীতির সিঁড়িতে পা রেখে শুরু নতুন অধ্যায়ের।

তিনি ফিরেছিলেন ইতিহাসের চ্যালেঞ্জ নিতে। এসেছিলেন পিতার রক্তের ঋণ পরিশোধে। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র ৩৪ বছর বয়স থেকেই টানা ৪ দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগের প্রধান হিসেবে।

ঘটনাক্রমে বেঁচে যাওয়া, এক মহাকাব্যের ট্র্যাজেডির নায়িকা হতে হয়েছে বঙ্গবন্ধুকন্যাকে। অমসৃণ চলার পথে আঘাত এসেছে অসংখ্যবার। মৃত্যুর মুখোমুখি হয়ে কাঁটা বিছানো রক্ত রঞ্জিত পথ বেয়েই তাঁকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত ২০ বার প্রাণনাশের ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য অবিরাম কাজ করে চলেছেন এই আপসহীন প্রাণ।

চার দশক ধরে রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় নারী রাজনীতিকের পালকও এখন তাঁর মুকুটে। একযুগের সাহসিকতায় উন্নয়নের বিস্ময় এখন পুরো বাংলাদেশ।

বৈশ্বিক সমস্যা থেকে শোষিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও অগ্রণী শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের কাতারে। আর্তমানবতার সেবায় অসীম মমতা তাকে মানবিকতার মহানায়ক বানিয়েছে।

অসীম ধৈর্য দিয়ে নিষ্ঠুর বেদনা পাথরচাপার কষ্ট বয়ে চলেই, মানুষের সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যাশায় নিজেকে উৎসর্গ করা শেখ হাসিনা বহু বাধার প্রাচীর টপকে আজ ৭৫ বছরে পা রাখলেন। ঝড়ের খেয়ার মাঝি হয়েই নন্দিত নেত্রী আজ স্ব-মহিমায় বাংলার কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার আসনে অধিষ্ঠিত। দেশের অগ্রযাত্রার সম্মুখে থেকে তিনি আমৃত্যু নেতৃত্ব দেবেন বলেই আশা দেশবাসীর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন