হোম ফিচার মাদ্রাসা ভেঙ্গে মসজিদ তৈরির চেষ্টা? এলাকাবাসীর ক্ষোভ!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব আগরপুর মাদানিয়া ফজলুল উলুম নুরানী মাদ্রাসা নামক একটি প্রতিষ্ঠান গ্রামবাসী কাউকে কিছু না বলে রাতের আঁধারে ভেঙ্গে মসজিদ তৈরির চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উৎকন্ঠা বিরাজ করছে। এতে স্থানীয় প্রশাসন উক্ত স্থানে ১৪৪/৪৫ ধরা জারি করে রেখেছে।

গত ১২ ফেব্রুয়ারী বেলা ১২.৩০ মিনিটে নোটিশ জারি করতে আসে স্থানীয় প্রশাসন। প্রশাসনের উপস্থিতিতে এনামুল হক (৪৫), মাওঃ জামাল উদ্দিন (৪৫), মাওঃ সবুজ মিয়া (৪০), মোঃ ছিদ্দিক (২৮), ইসরাফিল (৪০), মাসুদ মিয়া (৩৫), অহিদ মিয়া (৫০) উক্ত মাদ্রাসার জমিতে জোর পূর্বক মসজিদ নির্মান করতে চাইলে বিবাদীগন আদালতের নোটিশ জারি অমান্য করে বাঁধা প্রদানসহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ বিল্লাল মিয়া ও তার ছেলেকে মারধর করে যখম করে। এ ঘটনায় বিল্লাল মিয়া থানায় একটি অভিযোগ দাখির করেন।

গ্রামবাসী বলছে, রাতের আঁধারে মাদ্রাসা ভেঙ্গে সে স্থানে মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। আমরা চাই এ চক্রান্তের অবসান ঘটুক। মাদ্রাসার জায়গায় মাদ্রাসা ও মসজিদ তৈরির জন্য অন্যত্র জায়গা সংগ্রহ করে সেখানে আমরা সকলের পরামর্শক্রমে মসজিদ স্থাপন করবো।

এ ব্যাপারে মাদ্রাসার জমি দাতা এনামুল মাস্টার বলেন, আমরা অনেক জায়গায় আলাপ করেছি। জেনেছি মাদ্রাসার জায়গায় মসজিদ করা যাবে। তাই আমরা মাদ্রাসা ভেঙ্গে সেখানে মসজিদ করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন