নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে দলবেধে ধর্ষনের অভিযোগে তিন ধর্ষকের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ বুড়িখালি গ্রাম থেকে এদের দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শুক্রবার(৩জুন) বিকেলে ধর্ষনের শিকার মাদ্রাসাছাত্রীর মা বাদি হয়ে ৩ জনকে আসামী করে কালিয়া থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গত ২৮ মে রাতে বুড়িখালি গ্রামের মাদ্রাসা ছাত্রী প্রতিবেশীর বাড়িতে সুন্নাতে খাতনার অনুষ্ঠানে যায়। রাত ১১ টার দিকে বাড়িতে ফেরার পথে একই গ্রামের নূর মহম্মাদ শেখ (১৯), আশিক মোল্যা (২০) ও কালু গাজী (২১) তাকে জোর করে পার্শ্ববর্তী নবগঙ্গা নদীর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষন করে এবং লজ্জাস্থানের ছবি তুলে রাখে। গত কয়েকদিন স্থানীয় ভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলেছে।
শালিশ মিমাংশা না হওয়ায় ধর্ষক নূর মুহাম্মাদ নিজেই মেয়েটির আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। ঘটনাটি ব্যাপক জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ধর্ষকদের আটকে অভিযান চালায়। পুলিশ নূর মুহাম্মাদ শেখ ও আশিক মোল্যা কে গ্রেফতার করলেও অপর ধর্ষক কালু গাজী পলাতক রয়েছে।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন,বাকি আসামী গ্রেপ্তার চেষ্টা চলছে,ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।