হোম রাজনীতি মাদারীপুর-৩: নৌকাকে টেক্কা দিয়ে জিতল ঈগল

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। তিনি ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত ৯ কেন্দ্রে কেন্দ্রের ফলাফলে এ তথ্য জানা যায়।

এর আগে সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

ওই আসনে ঈগল প্রতীকের তাহমিনা বেগম, নৌকার মো. আবদুস সোবহান মিয়া, লাঙ্গলের মোহাম্মদ আব্দুল খালেক, সোনালী আঁশের প্রবীন হালদার, একতারার নিতাই চক্রবতী এবং গামছার নকুল কুমার বিশ্বাস অংশ নিয়েছেন।

মাদারীপুর-৩ আসন কালকিনি এবং মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর, ঝাউদি, ঘট্মাঝি, মস্তফাপুর ও কেন্দুয়া ইউনিয়ন নিয়ে গঠিত।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন