হোম অন্যান্যসারাদেশ মাদারীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলেক্ষ আলোচনা সভা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরানবাজার রাধাগোবিন্দ মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পদক্ষিণ শেষে কালিবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের এতে অংশ নেয় ৫টি উপজেলার হাজার হাজার ভক্তবৃন্দ। তাদের সাথে যোগ দেয় জেলা মতুয়া পরিষদের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থণা করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শ্যামল কুমার দে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমল চন্দ্র বাড়ৈ, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডলসহ অনেকেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন