হোম অন্যান্যশিক্ষা মাদরাসায় জাল সনদে চাকরি: ২৯ শিক্ষক শনাক্ত

মাদরাসায় জাল সনদে চাকরি: ২৯ শিক্ষক শনাক্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

অনলাইন ডেস্ক:

জাল সনদে চাকরি পাওয়ার অভিযোগ ছিল মাদরাসা শিক্ষা অধিদফতরের অধিনস্ত থাকা দেশের শতাধিক শিক্ষকের বিরুদ্ধে। তবে এদের মধ্যে ২৯ জনের এনটিআরসিএর সনদ জাল, প্রমাণ পেয়েছে অধিদফতর। চক্রটি পাঁচ থেকে ১০ লাখ টাকায় জাল সনদ বিক্রি করত। জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সদস্যের চিহ্নিত করেছে অধিদফতর।

গাজীপুরের কাপাসিয়ার উজলী দিঘীরপাড় জে ইউ আলিম মাদরাসার ছয় শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের চাপে তারা নিয়োগ পান বলে দাবি করছেন মাদরাসার অধ্যক্ষ।

শিক্ষা অধিদফতর বলছে, চক্রটি জাল সনদ দিয়ে স্কুল, কলেজ, মাদরাসায় শিক্ষক নিয়োগ দিত।

মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহনওয়াজ দিলরুবা খান বলেন, মাদরাসা শিক্ষা অধিদদফরের তদন্তে ২৯ শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। আরো শতাধিক শিক্ষকের জাল সনদের বিষয়ে তদন্ত চলছে। চক্রটি এনটিআরসিএর নকল ওয়েবসাইট তৈরি করে সনদ ও সুপারিশ জাল করত। যা বিক্রি হতো পাঁচ থেকে ১০ লাখ টাকায়। মামলায় সিন্ডিকেটের মূলহোতা কিশোরগঞ্জের সুমন। বাকি দুজন ময়মনসিংহের আব্দুল্লাহ ও সুমন। মাদরাসা শিক্ষা অধিদফতরের কাছে জড়িতে কথা স্বীকারও করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন