হোম ফিচার মাদক সেবন করতে বাধা দেওয়ায় অতর্কিত হামলা, থানায় অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলাধীন আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পে একটি ঘরে গত রাতের আঁধারে বিড়ালাক্ষী গ্ৰামের খোকনের ছেলে আবু হোসেন, বাক্কারের ছেলে নয়ন হোসেন,জলিল সানার ছেলে আরিফুল, কামরুল সানার ছেলে হাসিবুল, মিন্টুর ছেলে জিম , সহ আরো কয়েকজন, মাদক সেবন করছিল বলে জানান উক্ত আশ্রয়ন প্রকল্পের পরিচালনা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান।

অভিযুক্তরা মাদক সেবন করা অবস্থায় বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পের পরিচালনা কমিটির সদস্য ইদ্রিস হোসেন দেখতে পেয়ে বাঁধা দিলে পরদিন বুধবার বিকালে বিড়ালাক্ষী সানা বাড়ির মাথা নামক স্থানে ইদ্রিস হোসেন ও তার পিতা ইকবাল হোসেনের ওপর অতর্কিত হামলা করেন মাদক সেবনকারী দলটি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে সানা বাড়ির একদল ছেলেরা এসে ইদ্রিস ও তার পিতা ইকবাল হোসেনকে মারধর শুরু করে আমারা দেখতে দেখতে দেখতে তাদের জখম করে ফেলে।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, মারামারির ঘটনা টা আমি শুনেছি। ইদ্রিস ও তার পিতা ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন । এ ঘটনায় ইদ্রিস হোসেন বাদি হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন