হোম জাতীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নির্যাতনে যুবকের মৃত্যু, গ্রেফতার ৩

জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে শারীরিক নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, শুক্রবার (১১ মার্চ) তার ওপর নির্যাতনের ঘটনা ঘটে এবং শনিবার (১২ মার্চ) তার মৃত্যু হয়।

নিহত ওই যুবকের নাম সোহেল সিকদার (১৭)। সে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীরঘাটাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কাজী ফজলে রাব্বি মিলকী, কামরুজ্জামান শোয়েব ও খন্দকার আতিকুর রহমান। অপর চার আসামি পলাতক রয়েছে।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, মাদকাসক্ত সোহেলকে চিকিৎসার জন্য তার পরিবার ৫ মার্চ উপজেলা সদরের ‘পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রে’ ভর্তি করে। ছয় মাসের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তা প্রদান করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা চিকিৎসা বাবদ ৪৮ হাজার টাকা দাবি করেন। চুক্তি অনুযায়ী টাকা দিয়ে ভর্তি করা হয় সোহেলকে। শুক্রবার সন্ধ্যায় পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র থেকে ফোন করে সোহেলকে নিয়ে আসতে বলা হয়। রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকালে শয়নকক্ষে সোহেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের দাবি, সোহেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ও সিগারেটের আগুনের ছ্যাঁকা রয়েছে। মাদকাসক্তির চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের কারণেই সোহেলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।

এদিকে পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক কামরুজ্জামান শোয়েব বলেন, ‘সোহেলকে আমরা নিরাময় কেন্দ্র থেকে ছাড়পত্র দিয়ে তার পরিবারের কাছে দিয়ে দিই। বাড়িতেই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ সঠিক নয়।’

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে সাতজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান ও মামলার তদন্তকাজ চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন