হোম অন্যান্যসারাদেশ মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, মামলা

অনলাইন ডেস্ক:

রাজধানীর সিদ্ধেশ্বরীতে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মারা যাওয়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার (৩৭) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা দিপু সানার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। খুলনার তেরখাদা থানার শ্রীপুর গ্রামে শ্বশুরবাড়িতে তার সৎকার করা হবে।

এদিকে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিপু সানার মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করেছে তার পরিবার।

জানা যায়, বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার নিউ সার্কুলার রোডের সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের পাশের ফুটপাতে এ ঘটে।

ঢাকা মেডিকেল মর্গে দিপু সানার চাচা স্বপন কুমার সানা জানান, তাদের বাড়ি খুলনার পাইকগাছা থানার সোলদানা গ্রামে। দিপুর বাবার নাম তপন কুমার সানা। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ কুমার বিশ্বাস ও তিন বছরের ছেলে নিশিরাজ বিশ্বাসকে নিয়ে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন দিপু সানা। পরে সহকারী পরিচালক হন।

তিনি আরও জানান, বুধবার অফিস শেষ করে বাসায় ফিরছিলেন সানা। সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের পাশের ফুটপাতে পৌঁছলে নির্মাণাধীন ভবন থেকে একটি ইট/স্ল্যাব দিপুর মাথায় পড়ে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পথচারীরা তাকে উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের মাধ্যমে স্বজনরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তা মারা যাওয়ার ঘটনায় তার পরিবার একটি মামলা করেছে। বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া কোন ভবন থেকে ইট পড়েছে সেটি বের করার কাজ চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন