হোম অর্থ ও বাণিজ্য মাত্র ৭ ঘণ্টায় থ্রেডসে ১০ মিলিয়ন সাইন আপ

বাণিজ্য ডেস্ক:

ইলন মাস্কের মাইক্রব্লগিং সাইট টুইটারকে টেক্কা দিতে ‘থ্রেডস’ অ্যাপটি এনেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, নতুন চালু হওয়া এই অ্যাপে প্রথম ৭ ঘণ্টায় ১০ মিলিয়ন ব্যবহারকারী সাইন আপ করেছেন।

বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকারবার্গ এই অ্যাপকে টুইটারের ‘বন্ধুসুলভ’ প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

তবে জাকারবার্গের ’থ্রেডস’ অ্যাপ বাজারে আনার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্কের টুইটার কিনে নেয়ার পর টুইটারের সাম্প্রতিক যে পরিবর্তনগুলো এসেছে, সেটি নিয়ে অনেক টুইটার ব্যবহারকারীই অসন্তুষ্ট। আর সেই সব ব্যবহারকারীকেই আকৃষ্ট করতে পারে থ্রেডস।

নতুন এই সামাজিক মাধ্যমটি তার ব্যবহারকারীদের নিজেদের চিন্তাভাবনা ৫০০ অক্ষরের মধ্যে প্রকাশ করার সুযোগ দিচ্ছে। একই সঙ্গে অ্যাপটিকে টুইটারের মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে।

এর আগে জাকারবার্গ বলেছিলেন, প্ল্যাটফর্মটিকে ‘বন্ধুত্বসুলভ’ রাখাই শেষ পর্যন্ত এর সাফল্য বয়ে আনবে।

তবে ট্রেডস টুইটারকেও ছাপিয়ে যাবে কি না, এমন প্রশ্ন জাকারবার্গকে করা হলে তিনি বলেন, ‘এক্ষেত্রে কিছুটা সময় লাগবে। তবে আমি মনে করি, ১ বিলিয়নের বেশি মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যাবে এমন একটি পাবলিক কনভারসেশন অ্যাপ থাকা উচিত। যা করার একটি সুযোগ পেয়েছে টুইটার। কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। আশা করি, আমরা করব।’

প্রাথমিকভাবে যুক্তরাজ্যসহ শতাধিক দেশে এই অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। তবে নিয়ন্ত্রকজনিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এটি এখনও ইউরোপীয় ইউনিয়নের দেশে ব্যবহার করা যাবে না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন