জাতীয় ডেস্ক:
রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদরাসা বাজার রোডে এ ঘটনা ঘটে।
অবরোধ ঘিরে কোনোভাবেই থামছে না সহিংসতা। বুধবার (৮ নভেম্বর) রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুনের পর দিনে দুপুরে দুই স্থানে বাস পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। সন্ধ্যায় পুড়িয়ে দেয়া হলো আরও একটি বাস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পান তারা। এরপর পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এদিকে গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার রাজধানীর অবরোধ পরিস্থিতি ছিল অনেকটা ঢিলেঢালা। বানানী, শাহবাগ, পল্টন, মিরপুরসহ মোড়ে মোড়ে ছিলো যানজট। তবে বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। প্রবেশ করতেও দেখা যায়নি৷ রাজধানীর ভেতরে গণপরিবহন চললেও চাহিদার তুলনায় কম ছিল বলে কিছুটা ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে তল্লাশি চালানো হয় পুলিশের পক্ষ থেকে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল দেয় বিজিবি।
আগামী রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি।