হোম রাজনীতি মাঠের রাজনীতিতে বিএনপিকে ছাড় নয়: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

অনুমতির অপেক্ষায় থাকবে না বিএনপি-মহাসমাবেশ করতে না পারলে সারা ঢাকা শহরে নেতাকর্মীরা ছড়িয়ে পড়বে-এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মাঠের রাজনীতিতে বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানী ও মুন্সিগঞ্জে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নিবার্চনকে সামনে রেখে বেশ কয়েক মাস ধরেই রাজপথ মুখর করে রেখেছে রাজনৈতিক দলগুলো। তবে এরইমধ্যে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপি মহাসমাবেশ ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা।

সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনে অনুমতির অপেক্ষায় থাকবে না বিএনপি। একইসঙ্গে মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বানও জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, যার যার অবস্থান থেকে সংগঠিত হোন, মহাসমাবেশ হবে। নয়াপল্টনে মহাসমাবেশ করতে না দিলে যার যা আছে তাই নিয়ে সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়তে হবে।

এদিকে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমাবেশে দলের নেতারা বলেন, কোনো ছাড় দেবে না দল। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জয়লাভ করতে হবে।

মুন্সিগঞ্জে জেলা আওয়ামী লীগ শেখ রাসেল শিশু পার্কে কর্মী সমাবেশ করছে। শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় শিরোনামের এ কর্মী সভায় দেশ-জাতির স্বার্থে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি)। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলে একত্রিত হয়ে নিজেদের অবস্থার জানান দিতে হবে।

তিনি আরও বলেন, ২৮ তারিখের জনসভা আমরা তো সফল করবই-ঢাকার মহাসমাবেশ সফল করবই, আপনারা আপনাদের নেতাদের নির্দেশে বিপুল সংখ্যক লোক নিয়ে ঢাকায় যাবেন। পাশাপাশি নিজ নিজ এলাকার অপশক্তিকে প্রতিহত করতে হবে। আগামী শনিবার ঢাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কর্মী-সমর্থকদের নির্দেশ দেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন