জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে জাহাজ থেকে সাগরে পড়ে গিয়েও মাঝি-মাল্লাদের প্রচেষ্টায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক বিদেশি নাবিক।
শুক্রবার (০৭ জুলাই) ৩৫ হাজার মেট্রিকটন স্ক্র্যাপ লোহা নিয়ে আসা জাহাজটি বন্দরে বর্হিনোঙ্গরে অবস্থানের সময় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর অবস্থানরত একটি জাহাজ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, জাহাজের পাশে থাকা স্পিড বোট থেকে দড়ি বেয়ে উঠছে কয়েকজন নাবিক এবং ক্রু। কিন্তু শেষের জন নিজেকে দড়িতে ধরে রাখতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যান। ইউক্রেনের নাগরিক এই নাবিক ভেসে যেতে থাকে গভীর সাগরের দিকে। এমনিতেই ছিল সাগর উত্তাল, এর মাঝে শঙ্কা ছিলও জাহাজের নিচে ঢুকে তলিয়ে যাওয়ার।
তবে, শেষ পর্যন্ত জাহাজটির আশপাশে থাকা দুটি স্পিড বোট কাছে গিয়ে তুলে নেয় ডুবতে যাওয়া ওই বিদেশি নাবিককে।
জাহাজটির শিপিং এজেন্ট লিটমন্ড শিপিংয়ের পরিচালক বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন, ৩৫ হাজার মেট্রিকটন স্ক্র্যাপ লোহা নিয়ে আসা এমভি স্মিউ নামের জাহাজটি বন্দরের বহিনোঙ্গরে অবস্থানের সময় শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। সাগরে পড়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নাবিক সুস্থ রয়েছেন।