মাগুরা অফিস :
মাগুরায় শহরের মাঝিপাড়া এলাকা থেকে বুধবার সকালে চন্দ ঘোষ (৩০) নামের এক মাদক কারবারীকে ১৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চন্দ ঘোষ শহরের মাঝিপাড়া এলাকার ঝন্টু ঘোষের ছেলে।
মাগুরা সদর থনা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ১৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়। চন্দ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তার নামে থানায় একাধিক মাদক আইনে মামলা রয়েছে।