মাগুরা অফিস :
করোনা পর্যবেক্ষণ ও সেবার লক্ষে মাগুরা জেলা বিএনপির ‘হেল্প সেল’ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে মাগুরা শহরের ভায়না এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে হেল্প সেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
এসময় জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হেল্প সেল উদ্বোধনকালে নিতাই রায় চৌধুরী বলেন,‘করোনা সংক্রমণে ও লকডাউনে দেশের প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে দারিদ্র সীমার নিচে মানবেতর জীবন যাপন করছে। সরকার সব কিছুর দাম বাড়িয়ে দিলেও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন না।’
জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ জানান, প্রতিদিন এ করোনা হেল্প সেল থেকে জরুরী অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড সেনিটাইজার, মাস্কসহ করোনা রোগীর স্বাস্থ্যসেবা দেওয়া হবে।