হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ৩৪৮ জন পরিচ্ছন্নতাকর্মীরা পেলো খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

মাগুরায় ৩৪৮ জন পরিচ্ছন্নতাকর্মীরা পেলো খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

মাগুরা অফিস:

করোনাকালে লকডাউনে ক্ষতিগ্রস্থ ৩৪৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে চাল, ডাল, তেল, আলু, ডিটারজেনসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মাগুরায় কর্মরত স্থানীয় এনজিও এসডবিøউসি, ইসাডো, অপরাজিতা, এএসডি বাংলাদেশ নামে চারটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গেøাবাল এলায়েন্স ফর ইনসিনারেটর অল্টারনেটিভস এর অর্থিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার দুপুরে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশানক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো’র নির্বাহী পরিচালক আবু ইমাম বাকের, এসডবিøউসি সাবিনা ইয়াসমিন মেরি ও পৌর কাউন্সিলর সাকিবুল হাসান তুহিন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন,‘পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের ভুমিকা অপরিসীম।এ জন্যে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐকবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন