মাগুরা অফিস :
মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাধ-ওয়াপদা সড়কের মাটিকাটা গোয়ালবাড়ি এলাকায় আজ শনিবার বিকালে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন (২৭), নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত নাজমুল, শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
নাকোল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ কুমার জানান, শনিবার বিকালে মাগুরার সদরের রামনগর এলাকা থেকে এইচএসবি এন্টারপ্রাইজ নামে ইট ভাটা থেকে ইট নিয়ে ট্রাকটি লাঙ্গলবাধ যাচ্ছিল।
ঘটনাস্থলে ইটবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেল আরোহী নাজমুল, ঘটনাস্থলে নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে।
s