হোম অন্যান্যসারাদেশ মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ৫ একঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ৫ একঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

মাগুরা অফিস :

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারিপাড়া এলাকায় আজ, বিকালে বাসের চাপায় ৫ ইজিবাইকযাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্প্রীডব্রেকার স্থাপনের দাবিতে এলাকাবাসী প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে মাগুরামুখী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ইজিবাইকে চাপা দেয়। এসময় চালকসহ ইজিবাইকে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতের চিকিৎসার জন্য দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থলে স্প্রীডব্রেকার স্থাপনের দাবিতে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে শত-শত যানবহন আটকা পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে স্প্রীডব্রেকার স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন