হোম অন্যান্যসারাদেশ মাগুরায় সাইফুজ্জামান শিখর এমপির মায়ের ইন্তেকাল

মাগুরায় সাইফুজ্জামান শিখর এমপির মায়ের ইন্তেকাল

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার সাবেক সাংসদ মরহুম জননেতা এ্যাড.আসাদুজ্জামান এর সহধর্মিণী ও মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের মা মনোয়ারা জামান ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রবিবার (২৮জুন) বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে মনোয়ারা জামান দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন।
আগামীকাল সোমবার সকাল ১০টায় পিটিআই স্কুল মাঠে মরহুমার জানাজা সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে । তবে মাইকে প্রচারকালে অনুরোধ করা হয়,এই করোনা পরিস্থিতিতে জানাযায় উপস্থিত না হয়ে মরহুমার জন্য নিজ নিজ স্থানে থেকে দোয়া করার জন্য।
সাবেক জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা জামান মৃত্যুকালে ৫পুত্র ও ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে মাগুরার রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিকসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন