মাগুরা প্রতিনিধি :
দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের মাগুরা জেলা প্রতিনিধি রাশেদ খানের পিতা মোহম্মদ মহসিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রবিবার রাত ২ টার দিকে খান পাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী ৫ ছেলেসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। আজ সোমবার দুপুর ২ টায় শহরের পিটিআই জামে মসজিদে চত্ত¡রে নামাজে জানাজা শেষে ভায়না পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মোহম্মদ মহসিন খানের মৃত্যুতে শোক জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদাক শামীম খান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ মাগুরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।