মাগুরা অফিস :
মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় আজ, শুক্রবার বিকালে সবজি বোঝাই ট্রাক উল্টে স্বর্ণলতা (২৭) নামে এক পথচারী গৃহবধূ নিহত হয়েছেন। সে শালিখা উপজেলার থৈ পাড়া গ্রামের মিলটন, বিশ্বাসের স্ত্রী। এসময় আরো ৩ জন আহত হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, দুপুর ৩টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর ঠাকুরবাড়ি, এলাকায় ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় স্বর্ণলতা নামে, এক গৃহবধূসহ ৪ পথচারী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
আহতদের মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ স্বর্ণলতাকে মৃত, ঘোষণা করেন
আহত সাথী, (২৬) নামে অপর গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত অপর্ণা (১৩), মলাইকে (৭) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
s