মাগুরা অফিস :
মাগুরার মুক্তিযোদ্ধে আত্মৎসর্গকারী শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও সাবেক জেলা ইউনিট কমান্ডার মোল্যা নবুয়ত আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদত হোসেন প্রমুখ।
৭১ সালের ৮ অক্টোবর মহান স্বাধীনতা যুদ্ধে মাগুরা জেলার বিনোদপুরে সন্মুখযুদ্ধে হানাদার বাহিনীর বুলেটে শাহাদাৎবরণ করেন শ্রীপুর বাহিনীর অকুতোভয় মুক্তিযোদ্ধা জহুরুল আলম মুকুল। এ যুদ্ধে তার সহযোদ্ধা যুদ্ধকালীন সেকশন কমান্ডার শফিউদ্দিন জোয়ারদার, মোশাররফ হোসেন মিয়া, গোলাম মোস্তফা ও আবদুর রশিদ যুদ্ধাহত হন। আলোচনাসভা শেষে শহীদ মুকুলসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।