মাগুরা অফিস :
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ বুধবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের কন্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মাগুরা জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ অনুষ্ঠানে শিশুদের মুক্তিযুদ্ধে নিজেদের বীরত্বগাঁথা গল্প শোনান মাগুরার বীর মুক্তিযোদ্ধা আবদুল ফাত্তাহ, মুন্সি রেজাউল ইসলাম, আবদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
অনুষ্ঠানে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালীর গর্বের ইতিহাস। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
s
