মাগুরা অফিস:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র আলতাফ হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলতাফ হোসেন
আজ শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, যুম্ম সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, মরহুমের ছেলে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, এ্যাডভোকেট শাখারুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বর্ষিয়ান জননেতা আলতাফ হোসেন তাঁর রাজনৈতিক জীবনে একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ ২৮ বছর তিনি মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টর ও মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি শিশু ও চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
আলতাফ হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি একজন ত্যাগী নেতা হিসাবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১৩ সালের ১২ ফেব্রæয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
