হোম অন্যান্যসারাদেশ মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের

মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় আপন বড় ভাইয়ের হাতে পিন্টু খন্দকার (৫৭) নামে এক ভিডিও এডিটর ও সাবেক ব্যান্ড সঙ্গীত শিল্পি খুন হওয়ার ঘটনায় মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত পিন্টু খন্দকারের স্ত্রী সৈয়দা আফিয়া শহীদ মিনি বড় ভাই খন্দকার মঞ্জুরুল আহসান রিন্টুকে একমাত্র আসামী করে মামলা করেন।

মামলায় বাদী অভিযোগ করেন, বাড়ির পৈত্রিক জমি নিয়ে তার স্বামীর পিন্টু খন্দকারের সাথে বড় ভাই রিন্টু খন্দকারের বিরোধ চলছিল। জমির লোভে প্রায় রিন্টু খন্দকার তার স্বামীকে হুমকী দিয়ে আসছিল।

ঘটনার দিন বুধবার সন্ধ্যায় বাড়িতে এসে অর্তকিতভাবে পিন্টু খন্দকারের উপর বড় ভাই খন্দকার মঞ্জুরুল আহসান রিন্টু হামলা করে। এসময় তাকে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার রাতে মৃতের স্ত্রী সৈয়দা আফিয়া শহীদ মিনি একজনকে আসামী করে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে বড় ভাই খন্দকার মঞ্জুরুল আহসান রিন্টু পলাতক রয়েছে। পলাতক রিন্টুকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় শহরের থানা-পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পিন্টু থানাপাড়ার মৃত খন্দকার আমিনুল ইসলামের ছেলে। পিন্টু খন্দকার পেশায় ভিডিও এডিটর। শহরে আপন স্টুডিও নামে তার একটি এডিটিং প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া প্রত্যাশা নামে একটি ব্যান্ড শিল্পিগোষ্ঠির সাবেক সঙ্গীত শিল্পি ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন