মাগুরা অফিস :
মাগুরায় সদর উপজেলা, পর্যায়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। আজ রবিবার সকালে মাগুরা এজি একাডেমী স্কুল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা, প্রশাসক ড. আশরাফুল আলম।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে, এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রাণী বিশ্বাস, মাগুরা এজি একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির, উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত¡াবধান ও পৃষ্টপোষকতায় সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক পর্যায়ে ১২টি, কলেজ পর্যায়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষ পর্যায়ে ১টি স্টল অংশ নিয়েছে। দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীরা তাদের তৈরী নানা ধরণের প্রকল্প উপস্থাপন করে।
s