মাগুরা অফিস :
এবার মাগুরা জেলার প্রায় ২ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে হাম-রুবেলা, ক্যাম্পেইন নিয়ে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার মুনদেব রাজীব, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৬ সপ্তাহ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। এবার জেলায় ১ লাখ ৯৭ হাজার ৩৬৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৯ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুরা এ টিকার আওতায় থাকবে।
প্রথম পর্বে মাগুরা পৌরসভা এলাকায় ২২ হাজার ৯১৯ জন শিশুকে টিকা দেওয়ার কার্যত্রম চলবে। এ ক্যাম্পেইনে ৪২ জন প্রশিক্ষণ প্রাপ্ত সেবিকা ৩৬টি স্থায়ী কেন্দ্রে কাজ করবে। স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৪৩২টি অস্থায়ী কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ১৮টি কেন্দ্র ও মকঅফ ৬ টি কেন্দ্র থাকবে। এ প্রেস কনফারেন্সে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
s