হোম অন্যান্যসারাদেশ মাগুরায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ

মাগুরায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 129 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র, ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে, এ মহিলা সমাবেশ অনুষ্ঠি হয়।

সমাবেশে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন জেলা, পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সদর উপজেলার চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম।

বক্তারা প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও নারীর ক্ষমতায়ন বিভিন্ন বিষয়ে আলোচনায় তুলে ধরেন। মহিলা সমাবেশে ৫ শতাধিক নারী সদস্য অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন