মাগুরা অফিস :
মাগুরায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। আজ (২৮)বুধবার দুপুরে মাগুরা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঋণ বিতরণ শুরু হয়।
পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন। সভায় জানানো হয়, করোনার কারণে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তোদের মাঝে মাত্র ৪% সুদে এ ঋণ বিতরণ করা হয়। ঋণ গ্রহণের ৩ মাস পর থেকে ঋণের কিস্তি গ্রহণ শুরু হবে।
গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী বিআরডিবির মাধ্যমে সারাদেশে ৩’শ কোটি টাকা স্বল্প সুদে ঋণ প্রদানের যে ঘোষণা দিয়েছেন এটি তারই অংশ।
ইতিমধ্যে মাগুরা জেলায় মোট ১৭ জন উপকারভোগীর মাঝে ২৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৫ জনই নারী উদ্যোক্তা।
পর্যায়ক্রমে আরও উদ্যোক্তাদের মাঝে এ ঋণ বিতরণ করা হবে। বক্তারা আশা করেন এর ফলে জেলার তৃণমূল পর্যায়ে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যহত থাকবে।