হোম অন্যান্যসারাদেশ মাগুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

মাগুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের হাজী রোডে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেন।
নারীপক্ষ ও দুর্বার নেটওয়ার্কের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সেন্টার মাগুরা এ মানববন্ধের আয়োজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, নারী নেত্রী রিজিয়া খাতুন, রোজিনা খাতুন, ফাতেমা বেগম ও পড়–য়া বাংলাদেশ মাগুরা শাখার পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শিশু থেকে বৃদ্ধা সকল বয়সের নারী প্রতিনিয়ত ধর্ষণ, যৌন আক্রমন ও নির্যাতনের শিকার হচ্ছে। ঘরে-বাইরে নারী সর্বদা আক্রমনের ঝুঁকিতে রয়েছে। নারীর প্রতি সকল সহিংসতা বন্ধে সরকারের আরো কঠোর হওয়ার আহবান জানান বক্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন