হোম অন্যান্যসারাদেশ মাগুরায় দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময়সভা

মাগুরা অফিস :

মাগুরায় সর্বস্তরের সুশাসন নিশ্চিতকরণ ও জনগণের মান উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলুর, সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সদর ওসি ওপারেশন আশরাফুল ইসলাম ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির প্রমুখ।

সভায় সুশাসন ও জনগণের মান উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। সদর উপজেলা পরিষদের আয়োজনে সভায় বিভিন্ন সরকারি কার্যালয়ের অফিস সহকারি, ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যবৃন্দ অংশ নেন ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন