মাগুরা অফিস :
মাগুরায় ‘করোনায় থামবে না পড়া’ এই শ্লোগান নিয়ে বিনাবেতনের শিক্ষা সহায়তা কর্মসূচি অদম্য পাঠশালার ৫০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা বাসদ।
আজ শুক্রবার দুপুরে শহরের দোয়ারপাড় অদম্য পাঠশালা চত্বরে চাল, ডাল, আলু, তেল ও লবণ সম্বলিত প্যাকেট শিক্ষার্থীদের হাতে তুলে দেন বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাসদ সংগঠক ভবতোষ বিশ্বাস জয়, মোহাম্মদ সোহেল প্রমুখ।
প্রকৌশলী শম্পা বসু জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। লকডাউনে মাগুরার সংকটগ্রস্ত শ্রমজীবী মানুষের তালিকা ইতিপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হলেও সরকারি কোন সহযোগিতা পৌঁছে নি। ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের জন্য অবিলম্বে পর্যাপ্ত রেশন দেওয়ার দাবি জানান তিনি।