হোম Uncategorized মাগুরায় তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন

মাগুরায় তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

মাগুরা অফিস:

মাগুরায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মহম্মদপুরে আজ শুক্রবার তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচীতে উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক অংশ নেন। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এ কর্মসুচীর আয়োজন করে।

এর আগে সকালে এ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যাপক তৌহিদুর রহমান, মহম্মদপুর কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নকিবুর রহমান, এ্যাডভোকেট গোলাম নবী শাহীন, ইউপি সদস্য গোবিন্দ চন্দ প্রামাণিক ও টিভিএস অটোর ডিলার আলমগীর হোসেন।

সভাশেষে বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের বিভিন্ন সড়কের দু’পাশে, হাট-বাজারসহ পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপন করা হয়।

আয়োজক আলমগীর হোসেন জানান, জলবায়ু পরিবর্তণের ফলে দেশে প্রাকৃতিক দুর্যোগে জীবনহানী বেড়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ব্রজপাত প্রতিরোধে তিন গ্রামে ১০ হাজার তাল বীজ রোপন করা হয়েছে। প্রকৃতিকে আরো সুন্দর করতে বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন