মাগুরা অফিস :
মাগুরায় ‘জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০’ এর আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক।
উদ্বোধনী দিনে প্রথম খেলায় রাজবাড়ি জেলা মহিলা ফুটবল এসোসিয়েশন মুখোমুখি হয় ফরিদপুর জেলা মহিলা ফুটবল এসোসিয়েশন। খেলায় রাজবাড়ি জেলা ৭-০ গোলে ফরিদপুর জেলা মহিলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে। দিনের অপর খেলায় শরীয়তপুর জেলা ফুটবল এসোসিয়েশন ৪-০ গোলে গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে।
মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে আঞ্চলিক পর্যায়ের খেলায় মোট ৬টি জেলার ফুটবল দল অংশ নিচ্ছে।
আজ সোমবার দুপুর ২.৩০ মিনিটে ১ম খেলায় যশোর জেলা মহিলা ফুটবল এসোসিয়েশনের মুখোমুখি হবে রাজবাড়ি মহিলা ফুটবল এসোসিয়েশন। ২য় খেলায় মাগুরা জেলা মহিলা ফুটবল এসোসিয়েশনের মুখোমুখি হবে শরীয়তপুর জেলা ফুটবল এসোসিয়েশন।