মাগুরা অফিস :
মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার জাসদ (ইনু) সমর্থিত জেলা ছাত্রলীগ শহরে বর্ণাঢ্য র্যালি করেছে। সকালে শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চেীরঙ্গী মোড়ে এসে সমাবেশ করে।
সেখানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মিরাজ হোসেন। র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে দলীয় কার্যালয়ে প্র্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।