মাগুরা অফিস:
মাগুরা সদর উপজেলার রাজারামপুর গ্রামে স্বামী কর্তৃক ছবিরন নেছা (৪২) নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ করেছে বলে স্বজনরা অভিযোগ করেছে।
নিহত গৃহবধু ছবিরনে ছোটভাই সুজন বিশ্বাস জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার বোনের স্বামী রাজারামপুর গ্রামের কামরুল বিশ্বাস মোবাইল ফোনে জানায় তোমার বোন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। এ খবর শুনে আমরা তাদের বাড়িতে গিয়ে দেখি আমার বোনের গলায় ও মুখে আঘাতের চিহ্ন এবং কান দিয়ে রক্ত বের হচ্ছে। বিষয়টি দেখে আমাদের সন্দেহ হলে মাগুরা সদর থানায় অভিযোগ দিলে পুলিশ কামরুল বিশ্বাসকে আটক করেছে।
এ ব্যাপারে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) জয়নাল আবেদিন জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে কামরুল বিশ্বাসকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট