মাগুরা অফিস :
মাগুরায় মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নে বনগ্রাম এলাকায় গাছ থেকে নারিকেল কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মসিয়ার বিশ্বাস (৪৮) এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, মসিয়ার নিজ বাড়ির একটি মরা নারকেল গাছ কাটতে গেলে অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।