হোম অন্যান্যসারাদেশ মাগুরায় গত ৩ মাসে মাদক মামলায় ১২১ জনকে গ্রেপ্তার

মাগুরায় গত ৩ মাসে মাদক মামলায় ১২১ জনকে গ্রেপ্তার

কর্তৃক admin
০ মন্তব্য 157 ভিউজ

মাগুরা অফিস:

মাগুরায় গত তিন মাসে ৮২টি মাদক মামলায় ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২ হাজার ৮১৭ পিস ইয়াবা, ১৩ কেজি ১৭৬ গ্রাম গাজা, ৮৩টি গাজার গাছ এবং ১৮০ লিটার দেশি ও চুলাই মদ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে জেলার আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় এ তথ্য জানান পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে এসব মাদক উদ্ধার হয়েছে বলে জানান তিনি। এ সময় পুলিশ সুপার করোনাকালীন সময়ে পুলিশের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন। জেলার আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবিব, সিনিয়র সহকারি সার্কেল পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নুল আবেদিন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, রূপক আইচ, অলোক বোসসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইকেলট্রোনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন