মাগুরা অফিস :
মাগুরার শ্রীপুর উপজেলা বালিয়াঘাটা গ্রামে আগুনে পুড়ে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। শনিবার রাত ১টার দিকে মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক প্রশান্ত মন্ডল।
ক্ষতিগ্রস্ত কৃষক প্রশান্ত মন্ডল জানান, রাতে তিনি গরুর গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘর তালা বন্ধ করেন।
পরে রাত ৩ টার দিকে গোয়াল ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে চিকিৎকার দিলে প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ঘরে মধ্যে পাটকাঠি ও জ্বালানি কাঠ থাকায় আগুন দ্রæত চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন তার গোয়ালঘরসহ পাশের একটি ঘরে ছড়িয়ে। এসময় আগুনে তিনটি গরু দগ্ধ হয়ে মারা যায়। পরে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করে।