হোম অন্যান্যসারাদেশ মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে হাতধোয়া ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে হাতধোয়া ক্যাম্প অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 135 ভিউজ

মাগুরা অফিস:

‘সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ, এ শ্লোগান নিয়ে গতকাল রবিবার সকালে শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে ব্র্যাক করোনা ভাইরাস প্রতিরোধে নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য হাত ধোয়া ক্যাম্পের আয়োজন করে ।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় শ্রীপুর পল্লী সমাজ এ ক্যাম্পে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয়ে নারীদের সচেতন করা হয়। যেমন-সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, কিছুক্ষণ পর পর অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে হাত সাবান দিয়ে পরিস্কার করতে হবে, চোখ নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, নিজের জ¦র কাশি ও শ^াসকষ্ট থাকলে সুস্থ ব্যক্তিদের কাছ থেকে দুরে থাকতে হবে এসব বিষয়ে নারীদের সচেতন করা হয়। এছাড়া ক্যাম্পে কিভাবে হাত ধুতে হবে সে বিষয়ে সবাইকে দেখানো হয়।
ক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাককর্মী সাবরিনা আক্তার। ক্যাম্পে ব্র্যাক পল্লী সমাজের ২০ জন নারী অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন