মাগুরা অফিস :
মহামারি করোনা ভাইরাসের আতঙ্কে মাগুরারবাসী। জেলায় করোনা রোগীর সংখ্যা ৫’শ ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার মাগুরায় নতুন করে চিকিৎসক, পুলিশ সদস্যসহ একদিনে সর্বোচ্চ ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৪ জন। এছাড়া সুস্থ হয়েছে ৩৭২ জন। বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার জেলায় নতুন করে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫২৪ জন। নতুন ১২ জনসহ মোট সুস্থ হয়েছে ৩৭২ জন। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ১২৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এছাড়া ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে। জেলায় এপর্যন্ত ১০ জন করোনায় মারা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, মাগুরায় গত ২২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপারের পরিবারের সদস্যসহ ২০ পুলিশ সদস্য, সদর হাসপাতালের বর্তমান ও সাবেক তত্বাবধায়কস্বাস্থ্যকর্মী, মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।