হোম অন্যান্যসারাদেশ মাগুরায় এই প্রথম পৌরসভার দুটি এলাকাকে প্রশাসনের “রেড জোন”ঘোষণা

মাগুরায় এই প্রথম পৌরসভার দুটি এলাকাকে প্রশাসনের “রেড জোন”ঘোষণা

কর্তৃক
০ মন্তব্য 115 ভিউজ

মাগুরা অফিস :

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ কতৃক এই প্রথম “রেড জোন” চিহ্নিত করে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের খান পাড়া ও পিটিআই পাড়াকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন ।

সিভিল সার্জন ডা:প্রদীপ কুমার সাহা জানান, করোনা সংক্রমণরোধে শহরতলীর খান পাড়া ও পিটিআই পাড়াকে “রেড জোন” চিহ্নিত করে রবিবার বিকালে লকডাউন ঘোষণা করা হয়েছে । উক্ত পাড়ায় ৫টি গেট লকডাউন করা হয়েছে । তাছাড়া জেলা তথ্য অফিসের প্রচার মাইকিং করে উক্ত দুটি এলাকাবাসীকে বাইরে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, মাগুরা স্বাস্থ্য বিভাগ এলাকা দুটিকে রেড জোন ঘোষণা করেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা এই ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসন থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। এখানে বসবাসকারী মানুষের ২১ দিন বাইরে যাওয়া-আসা বন্ধ থাকবে।

উল্লেখ্য, আজ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৪ জন । মারা গেছে ২ জন। সুস্থ হয়েছে ৩৪ জন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন