হোম অন্যান্যসারাদেশ মাগুরায় অবহিতকরণ কর্মশালা

মাগুরা অফিস :

মাগুরায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগাম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

ভার্চুয়াল পদ্ধতিতে এ অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুলিয়া সুকাইনা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

ভার্চুয়াল অবহিতকরণ কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক সরোজ কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি শরিফুল ইসলাম ও সাংবাদিক অলোক বোস প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন জেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগাম (পিইডিপি-৪) বাস্তবায়ন করছে। জেলায় ঝরে পড়া ৮-১৪ বছর বয়সী শিশুরা এ শিক্ষা কার্যক্রমের আওতায় পাঠদান কর্মসূচীতে অংশ নেবে। ঝরে পড়া এ শিশুদের শিক্ষার জন্য নানা সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন