মাগুরা অফিস :
মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামে শনিবার রাত ৯টার দিকে প্রতিপক্ষ আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় ওহিদার রহমান (৪৫), নামে এক আওয়ামীলীগ কর্মী খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।
হামলায় আহত নিহতের ভাই স্থানীয় তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার জানান, রাত ৮ টার পরে ৬ মোটরসাইকেলযোগে তারা মোট ১১ জন স্থানীয় চতুড়বাড়িয়া বাজার থেকে নিজ গ্রাম কুশখালিতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালি এলাকায় পৌঁছালে পুর্ব পরিকল্পিতভাবে স্থানীয় তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানসহ তার লোকজন গতিরোধ করে। এসময় অর্তকিতভাভে ধারালো অস্ত্র দিয়ে তাদের প্রত্যেককে এলোপাথাড়ী কোপাতে থাকে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অহিদারকে মৃত ঘোষণা করেন। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত গোলাম সারোয়ার মোল্যা (৬০), সোহাগ মোল্যা (২০), অলিয়ার রহমান (৪০) হাসান মন্ডল (২৬), অহেদ আলী (২২), হাসান মোল্যা (২০)। আহত আব্দুর রাকিবকে (২৫) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে কুশখালির বাসিন্দা আব্দুর রাকিবসহ অন্যরা জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের সাথে প্রতিপক্ষ আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ারের দীর্ঘদিন বিরোধ চলছে। যার সুত্র ধরে এ ঘটনা ঘটেছে। নিহত অহিদুজ্জামান স্থানীয় আওয়ামীলীগ কর্মী।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে রবিবার বিকালে নিজ গ্রাম কুশখালীতে দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।
s
