হোম অন্যান্যসারাদেশ মাগুরার মহম্মদপুরে বাল্য বিয়ে করেতে গিয়ে ৩ জন শ্রীঘরে

মাগুরার মহম্মদপুরে বাল্য বিয়ে করেতে গিয়ে ৩ জন শ্রীঘরে

কর্তৃক
০ মন্তব্য 117 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার মহম্মদপুরে প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মন্ডলগাতী গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। এসময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর, বরের ভগ্নিপতি ও কনের পিতাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত লুৎফর শেখের ছেলে খসরুজ্জামানকে ১বছর ৬মাস ও বরের ভগ্নিপতি লাবলু মিয়াকে ৬মাস এবং কনের পিতা উপজেলার মন্ডগাতি গ্রামের বাসিন্দা আমিনুর রহমানকে ১বছর কারাদন্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ও ৮ ধারা মোতাবেক ওই তিনজনকে কারাদন্ড দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন